Educational Slogans - Education For All | সবার জন্য শিক্ষা

educational slogans

Educational slogans সকলেই কম বেশি দিতে পারে কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ ও শিক্ষাকে কেন্দ্র করে নিজের ক্যারিয়ার গড়তে পারে  কয়জন আপনি যদি এমন বিভ্রান্তিকর প্রশ্নের একটি সঠিক উত্তর খুঁজে এখনো না পান তাহলে আজ যুক্তির সাথে তা পড়ুন এবং আপনিও বলুন education for all সবার জন্য চাই শিক্ষা এবং শিক্ষার কোনো বয়স নেই 

education for all আপনি হয়তো ছোটবেলা থেকে এমন শব্দের সাথে পরিচিত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন শিক্ষাবিদরা বলে education for all and education has no age কারণ তাঁরা জানে শিক্ষা ছাড়া একজন মানুষ মেরুদন্ডহীন এবং সমাজের জন্য পরগাছা ছাড়া আর কিছুই হতে পারেনা 

আর যখন একজন ব্যক্তি উচ্চ শিক্ষা গ্রহণ করে তখন সে সমাজের চোখে একটি অনন্য সম্পদ হয়ে ওঠে এবং সমাজ তাঁর কর্ম ,চিন্তাধারা আর উন্নতির সাথে উন্নত হয়ে ওঠে এছাড়াও সেই ব্যাক্তির ভবিষ্যত হয়ে ওঠে ফুলের মতো সুন্দর তাই আপনিও এখন থেকে এই education of slogan উচ্চ স্বরে আপনার ধ্বনির সাথে প্রকাশ করুন 

Educational Slogans - Education For All | সবার জন্য শিক্ষা

Education for all and education has no age এই সমাজে বেঁচে থাকতে হলে সবার আগে যা প্রয়োজন তা হলো জ্ঞানের আলো ও শিক্ষা কারণ শিক্ষাই একজন জাতিকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে এবং সকলের জন্য প্রয়োজন কারণ শিক্ষা মানুষকে নতুন করে বাঁচতে শিখায় উপহার দেয় আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ

শিক্ষার কোনো বয়স নেই  আপনি এই মুহূর্তে যা পড়তেছেন এটাও এক ধরেন জ্ঞান সঞ্চালন বা শিক্ষা মনে রাখবেন শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য শুধু স্কুলে যেতে হয়না বিভিন্ন সময়  বিভিন্ন  মানুষের সাথে চলাফেরা করার মাধ্যমেও জ্ঞান অর্জন ও অধিক শিক্ষা লাভ করা যায় 

এই educational slogans টি শুধুমাত্র স্কুল বা কলেজের ছাত্র ছাত্রীদের জন্য নয় এই শিক্ষামূলক educational slogans সকলের মুখে মুখে থাকা প্রয়োজন আসুন এই পর্যায়ে আমরা শিশুদের জন্য শিক্ষা সম্পর্কে  আলোচনা করি এবং জেনে নেই একজন শিশুর জন্য কতটা শিক্ষার প্রয়োজন হতে পারে 

শিশুদের জন্য শিক্ষা | Educational Slogans - Education For All 

Educational slogans education for all একজন শিশুর জন্য ততটাই শিক্ষার প্রয়োজন যতটা আমরা পরের প্রজন্মের থেকে আশাকরি কারণ আজগের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাই সমাজের শিশুদের প্রতি লেখাপড়ার প্রভাব অনুগত রাখা আমাদের দায়িত্ব - শিশুদের মেধা বিকাশ অনেক দৃঢ় হয় তাই ছোট বেলা থেকে শিশুদের শিক্ষা দেওয়া প্রয়োজন

আপনার ঘরে বা পরিবারে কি কোনো শিশু সন্তান আছে? সে কি কথা বলতে পারে - যদি সে কথা বলতে পারে তাহলে তাকে প্রতিদিন নতুন নতুন বাক্য উচ্চারণ করতে শিখান একদিন দেখবেন আপনার শিখানো বাক্য গুলো আপনাকেই শিখাবে তাই নিয়মিত শিশুদেরকে বই পড়ার জন্য আগ্রহ তৈরী করে দিন

পৃথিবীতে ছোট বাচ্চাদের জন্য তৈরী অসংখ বই রয়েছে সেই বই গুলো পড়ার জন্য তাদের উৎসাহিত করুন এবং নির্দিষ্ট বয়স হওয়ার পর তাঁদেরকে স্কুলে ভর্তি করে দিন আর সব সময় নজরে রাখুন তবে হ্যা খেলাধুলা করার জন্য সুযোগ দিন কারণ খেলাধুলা শিশুদের শারীরিক ভাবে বাড়াতে সাহায্য করে 

একটি  শিশু বাচ্চাকে  প্রতিদিন নিয়মিত নিয়ম মেনে কিছু সময় নির্ধারণ করে লেখাপড়া শিখানো উচিৎ এবং শাসন করুন ততটাই - ঠিক যতটাই সে আপনাকে ভয় পায় তাছাড়া শিশুদের প্রয়োজনের থেকে অতিরিক্ত শাসন করবেন না তাহলে তাদের মেধার উপরে খারাপ ভাবে আঘাত আসতে পারে তাই তাদেরকে একটু স্বাধীন ভাবেই চলতে দিন

স্কুলের ছাত্র ছাত্রীদের  শিক্ষা | Education For All 

স্কুলের ছাত্র ও ছাত্রীরা যদিও তাদের বয়সের জন্য অনেক কিছু বুঝেও অবুঝের মতো আচরণ করে তারা সবসময় শিক্ষা থেকে একটু দূরেই থাকতে চায় তবে সকল ছাত্র ছাত্রী এক নয় ,কিছু মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে তারা মনোযোগ দিয়েই তাদের লেখাপড়া চালিয়ে যেতে সক্ষম হয়

এই সমস্যাটি শুরু হয় তাদের নির্ধারিত বয়স থেকে কারণ স্কুলে লেখাপড়া চলা কালীন তাদের (বয়ঃসন্ধিকাল) শুরু হয় আর সেই সময় তাদের মনের চাহিদা গুলো একটু  ভিন্ন প্রজাতির হয়ে থাকে এবং চিন্তিত হয়ে পরে বিভিন্ন মানসিক চাপে আর তাই তাদের লেখাপড়ার উপর মনোযোগ কমে যায়

তবে এই বিষয়ে আমরা মনে করি ছাত্র বা ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোযোযোগ বৃদ্ধির জন্য একজন ভালো শিক্ষকের প্রয়োজন হয়ে থাকে কারণ একজন শিক্ষক ই খুব ভালো ভাবে বুঝতে সক্ষম হয়ে থাকে ছাত্র ছাত্রীদের মনের কথা ও ভাষা আর সেই সময় একজন শিক্ষকের উচিৎ ছাত্র ছাত্রীদের সাথে বন্ধুদের মতো আচরণ করা

আপনি কি জানেন স্কুল থেকেই শুরু হয় একজন ছাত্র বা ছাত্রীর স্বপ্ন ও ভবিষ্যত পরিকল্পনা আর একটি স্কুল প্ৰতিষ্ঠান ছাত্র বা ছাত্রীকে যতটা শিক্ষা দান করতে পারে সাধারণ মানুষ ও কলেজ ততটা পারেনা তাই স্কুল জীবনে একজন ছাত্র বা ছাত্রীর অধিক মনোযোগ সহকারে লেখাপড়ার জন্য গুরুত্ব দেওয়া উচিৎ বলে মনে করে Tech bn news

কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষা ও উপদেশ | Education For All 

কলেজ যদিও একটি উচ্চ শিক্ষা স্থানীয় প্রতিষ্ঠান কিন্তু সেখানে লেখাপড়া টা নির্ভর করে একজন ছাত্র বা ছাত্রীর উপরে কারণ স্কুলের মতো কলেজে কোনো শাসন নেই সেখানে ছাত্র - ছাত্রীরা শিক্ষককে ভয় পায়না বরং শিক্ষক ই ছাত্র - ছাত্রীদের ভয় পায়। কারণ কি জানেন? 

কলেজের শিক্ষক ও শিক্ষিকারা মনে করে তাদের এটা শাসন করার সময় নয় 

তবে এটা সত্যি যে কলেজে বেত দিয়ে ছাত্র ছাত্রীদের আঘাত না করা হলেও শিক্ষার আঘাত ঠিকই করা হয় যাতে ছাত্র - ছাত্রীরা এটা বুঝতে সক্ষম হয় যে আসলে তাঁদের শিক্ষার অভাব এখনো রয়েছে আর ভবিষ্যতেও থাকবে কারণ শিক্ষার কোনো শেষ নেই 

একজন কলেজের ছাত্র - ছাত্রীদের মনোযোগ সহকারে লেখাপড়া করা উচিৎ কারণ সেখানে তারা স্বাধীন ভাবে লেখাপড়া করতে পারে একজন কলেজের ছাত্র - ছাত্রীর  লেখা পড়ার শেষেই শুরু হয় তাদের আসল বাস্তব জীবন এবং সেই সময় শিক্ষার্থীরা দক্ষতার সাথে এগিয়ে যেতে থাকে যা দক্ষতা বিকাশ বা Skills Develop নামে পরিচিত 

শিক্ষার জন্য একজন ভালো শিক্ষক / শিক্ষিকা | Education For All

শিক্ষার জন্য একজন ভালো শিক্ষক ও শিক্ষিকা সমাজের জন্য ততটাই ভূমিকা পালন করে যতটা ছাত্র /ছাত্রীদের প্রয়োজন।একজন ভালো শিক্ষক বা শিক্ষিকার সঠিক শিক্ষা ,ভাষা ,ব্যবহার ,আচরণ ,প্রভাব ফেলতে পারে ছাত্র বা ছাত্রীর ভবিষ্যতের উপর

একজন শিক্ষক বা শিক্ষিকা চাইলেই একজন খারাপ ছাত্র বা ছাত্রীকে ভালো ভাবে জ্ঞান দান করে ভালো ছাত্র বা ছাত্রীতে রূপান্তর করতে পারে তবে এর জন্য ছাত্র বা ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ থাকা প্রয়োজন

ছাত্র ও ছাত্রীদের জন্য উপদেশ | Educational Slogans

ছাত্র জীবন হলো একটা সুখের জীবন তাই এত সুখ পেয়ে কেউ ভুলে যেওনা তোমাদের ভবিষ্যতের কথা। মনে রেখো  (সুখের পরে দুঃখ আছে ) ছাত্র জীবন সময়ে তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করোনা অপ্রয়োজনীয় কাজে কোনো একদিন মনে পড়বে ছাত্র জীবনের কথা,মনে পড়বে  স্কুল - কলেজের বন্ধু বান্ধবদের কথা

কিন্তু সেই সময় কোনো লাভ হবেনা তাই আগে থেকেই সাবধান হওয়া বুদ্ধিমানের কাজ লেখাপড়ার সময় লেখাপড়া করা বর্তমান সময়ের ছাত্র বা ছাত্রীরাই আগামী দিনের জন্য বিজ্ঞানী,ডাক্তার,ইঞ্জিনিয়ার,ফ্রিলেন্সার,সরকারি আইনজীবী,ইত্যাদি কাজে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এবং উপহার দিবে জাতিকে একটি সু-শিক্ষিত সমাজ

তোমাদের দিকে তাকিয়ে আছে সমাজের মানুষ তাই তোমরা চেষ্টা করো সমাজের মানুষকে ভালো কিছু উপহার দিতে, এগিয়ে যাও মানুষকে সেবা দেওয়ার জন্য এবং ছড়িয়ে দাও তোমাদের জ্ঞানের আলো কারণ ছাত্র  জীবন হলো একটা সুখের জীবন যা আমরা বলতে পারি স্বাধীন জীবন যদি এই সময় তোমরা লেখাপড়ার জন্য পরিশ্রম করো 

তাহলে পাখির মতো উড়তে পারবে ভবিষ্যতের দিনগুলোতে আর যদি পরিশ্রম না করো তাহলে আটকে থাকতে হবে বাঘের মতো চিড়িয়াখানাতে অধিক শক্তি থাকলেও কাজে লাগবেনা সেই শক্তিতে চলতে পারবেনা সমাজের সাথে তাই ভালো মন্দ বিচারের রায় তোমরাই দিতে পারো বিবেচনা করে দেখ নিজের বিবেকের সাথে।

আর সকলেই মুখে মুখে Educational Slogans তোলো এবং নিজে শিক্ষা গ্রহণ করো এবং অপরকে শিক্ষার জন্য উৎসাহিত করো তবেই দেখবে সমাজের মানুষ ধীরে ধীরে উন্নত হতে থাকবে এবং আমরা একটি শিক্ষিত সমাজ উপহার পাবো এছাড়াও শুধু বই পড়লেই চলবেনা নিজের মেধা বিকাশকে কাজে লাগিয়ে skills develop করা শুরু কর 

Techbnnews: The main purpose of presenting this post is to better shine the light of education in the eyes of the society. to create better interest in learning among students as we want a well-educated society and extend a helping hand to the common man

Educational slogans

Post a Comment

Post your comments here, please note that no spam comments other than the post Tech bn news does not condone any spam comments

Previous Post Next Post