ই-কমার্স কী ? ব্যবসার জন্য ই-কমার্স ওয়েবসাইট ব্যবহার


ই-কমার্স হল = (ইলেকট্রনিক কমার্স ) যা আমরা আরো সহজ ভাবে বলতে পারি (ই-বাণিজ্য) ই = শব্দের পূর্ণরূপ হলো (ইলেকট্রনিক) এবং কমার্স = শব্দের পূর্ণরূপ হলো(বাণিজ্য) ই এবং কমার্স দুটি শব্দকে যুক্ত করে অনুবাদ করা হয়েছে (ইলেকট্রনিক কমার্স বা ই-বাণিজ্য) এটা আরো  সহজ ভাবে উল্লেখ করা সম্ভব যেমনঃ "ইলেকট্রনিক বাণিজ্য"

ব্যবসার জন্য  ই-কমার্স  ওয়েবসাইট গুলোর ব্যবহার

ব্যবসার জন্য  ই-কমার্স  ওয়েবসাইট গুলোর ব্যবহার শুধু বাংলাদেশেই নয়। বাংলাদেশ ব্যতীত আরো বিভিন্ন দেশে প্রতিনিয়ত দিনের পর দিন তৈরী হচ্ছে "ই-কমার্স  ওয়েবসাইট বা স্টোর" ব্যবসায়ীরা খুব সহজেই অনলাইন পরিষেবার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে তাদের বিভিন্ন পণ্য ও সামগ্রী। আর ওপর দিকে ক্রেতা বা ব্যবহারকারীরা ঘরে বসেই পেয়ে যাচ্ছে  তাদের পছন্দের পণ্য ও সামগ্রী। আর ব্যবসার জন্য  ই-কমার্স  ওয়েবসাইট গুলোর ব্যবহার দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সাথে প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে  ই-কমার্স ব্যবসায়ীরা। ব্যবহারকারীরা তাদের পছন্দের - মোবাইল ,ল্যাপটপ ,কম্পিউটার ,ঘড়ি সহ আরো হাজার হাজার প্রয়োজনীয় পণ্য ও সামগ্রী খুজতেছে বিভিন্ন "সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ,ওয়েবসাইট ,এবং অনুসন্ধান ইঞ্জিনে। আর এভাবেই ই-কমার্সের ব্যবহার এবং ই-কমার্স  ওয়েবসাইট গুলো আরো বেশি প্রসারিত হচ্ছে।

বাংলাদেশের ৭টি জনপ্রিয়  ই-কমার্স  ওয়েবসাইটের নাম  

  • দারাজ বাংলাদেশ
  • ইভালি
  • চালডাল
  • রকমারি
  • পিকাবু
  • বাগডুম
  • প্রিয়শপ

এই ই-কমার্স  ওয়েবসাইট গুলোতে বিভিন্ন ধরণের নুতুন নতুন পণ্য ও সামগ্রী পাওয়া যায়। এই ই-কমার্স  ওয়েবসাইট গুলো ছাড়াও আরো অসংখ্য "ই-কমার্স" ওয়েবসাইট রয়েছে যার ব্যবহার অনলাইনে সবসময় সংক্রিয় থাকে। আবার কিছু ই - কমার্স  ওয়েবসাইট আছে  যে গুলোতে ব্যবহারকারীরা শুধু ক্রয়য়ের জন্য নয় "বিক্রয়ের জন্যও ব্যবহার করে থাকে।

 ই-কমার্সের ভালো দিক ও সুবিধা গুলো  কী

ইলেকট্রনিক বাণিজ্যর ভালো দিক গুলো লক্ষ করলে দেখা যায় যে এই পরিষেবাটি অনলাইনের সাথে অন্তরভুক্ত। তাই অধিক সময় নষ্ট না করে অতি সহজেই নিজের পছন্দের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য ও সামগ্রী (ক্রয় ও বিক্রয়) দুটোই করতে পারি। নিজের প্রয়োজনীয় পণ্য ও সামগ্রী ক্রয় করার পর ঘরে বসেও সেগুলো পেতে পারি। অর্থনৈতিক ভাবে লেনদেন করার জন্য বিভিন্ন প্রকার ব্যাংক একাউন্ট সহ ,ভার্চুয়াল কার্ড এবং বিকাশ ,নগদ ,পেমেন্টের মাধ্যমে সঠিক ভাবে অর্থের লেনদেন  করতে পারি।

ই-কমার্সের অপব্যবহার ও সতর্কতা

ই-কমার্সের অপব্যবহার করবেন না। মানুষের সুযোগ সুবিধা আরো সহজ করে তোলার জন্য "ই-কমার্স" ওয়েবসাইট তৈরী হয়েছে। তাই ই-কমার্সের অপব্যবহার সম্পর্কে নিজেকে সচেতন করুন। ই-কমার্সের অপব্যবহার করে থাকে কিছু ওয়েবসাইট বা অনলাইন পরিষেবা ,সাধারণ মানুষের সাথে করে জালিয়াতি ,তাই এই সমস্ত ই-কমার্স ওয়েবসাইট  এ গিয়ে অর্থের লেনদেন করা থেকে বিরত থাকুন। কোনো ই-কমার্স ওয়েবসাইটে প্রবেশ করার আগে  দয়া করে সে ওয়েবসাইট সপর্কে ভালো ভাবে জানুন ,তা না হলে "চুরি হয়ে যেতে পারে আপনার মূল্যবান (তথ্য এবং অর্থ ) আপনার মূল্যবান তথ্য এবং অর্থ নিরাপত্তার কথা আপনাকেই ভাবতে হবে। অনলাইন কখনো কাউকে ১০০% নিরাপত্তা দিতে পারেনা কারণ এটি প্রযুক্তির ব্যবহারে তৈরী তাই ইহা যে কেউ ভালো বা খারাপ কাজে নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে পারে।

Post a Comment

এখানে আপনার মন্তব্য প্রকাশ করুন। দয়া করে মনে রাখবেন যে পোস্ট ব্যতীত অন্য কোনো স্প্যাম মন্তব্য করবেন না টেকবিএন নিউজ কোনো স্প্যাম মন্তব্যর জন্য সীকৃতি দেয়না

Previous Post Next Post