What Is An Ecommerce Site | ই-কমার্স কী? ও ই কমার্সের সুবিধা

what is an ecommerce site

What is an ecommerce site ই-কমার্স হল = (ইলেকট্রনিক কমার্স ) যা আমরা আরো সহজ ভাবে বলতে পারি (ই - বাণিজ্য) ই = শব্দের পূর্ণরূপ হলো (ইলেকট্রনিক) এবং কমার্স = শব্দের পূর্ণরূপ হলো(বাণিজ্য) ই এবং কমার্স দুটি শব্দকে যুক্ত করে অনুবাদ করা হয়েছে (ইলেকট্রনিক কমার্স বা ই-বাণিজ্য) এটা আরো  সহজ ভাবে উল্লেখ করা সম্ভব যেমনঃ ইলেকট্রনিক বাণিজ্য

What is an ecommerce site এই প্রশ্নটি সাধারণত সেই সকল মানুষ করে থাকে যাঁরা ecommerce site গুলো সম্পর্কে একদমই নতুন এবং যাঁদের  ই-কমার্স কী সেই সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু আজ আপনি এই নিবন্ধটি পড়ার পরে আশা করি আপনার মনে আরো কখনোই what is an ecommerce site বা একটি ইকমার্স সাইট কি সেই বিষয়ে কোথাও তথ্য খুঁজতে হবেনা 

মনে হয় আপনি সহজেই বুঝতে পেরেছেন তাই What is an ecommerce site মুখ দিয়ে উচ্চারণ করার আর কোনো সুযোগ নেই আপনি অনলাইনের মাধ্যমে যে সকল ওয়েবসাইট থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কেনাকাটা করে থাকেন  সেই ওয়েবসাইট গুলোই সাধারণত ecommerce site

What Is An Ecommerce Site | ই-কমার্স কী? ও ই-কমার্সের সুবিধা 

What is an ecommerce site : ব্যবসার জন্য  ই-কমার্স  ওয়েবসাইট গুলোর ব্যবহার শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশ ব্যতীত আরো বিভিন্ন দেশে প্রতিনিয়ত দিনের পর দিন তৈরী হচ্ছে ecommerce ওয়েবসাইট বা স্টোর ব্যবসায়ীরা খুব সহজেই অনলাইন পরিষেবার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে তাদের বিভিন্ন পণ্য ও সামগ্রী। আর ওপর দিকে ক্রেতা বা ব্যবহারকারীরা ঘরে বসেই পেয়ে যাচ্ছে  তাদের পছন্দের পণ্য ও সামগ্রী 

আর ব্যবসার জন্য  ecommerce website গুলোর ব্যবহার দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে  ই-কমার্স ব্যবসায়ীরা ব্যবহারকারীরা তাদের পছন্দের - মোবাইল ,ল্যাপটপ ,কম্পিউটার ,ঘড়ি সহ আরো হাজার হাজার প্রয়োজনীয় পণ্য ও সামগ্রী খুজতেছে 

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ,ওয়েবসাইট ,এবং অনুসন্ধান ইঞ্জিনে। আর এভাবেই ই-কমার্সের ব্যবহার এবং ই-কমার্স  ওয়েবসাইট গুলো আরো বেশি প্রসারিত হচ্ছে।

What Is An Ecommerce Site বাংলাদেশের ৭টি ই-কমার্স  ওয়েবসাইট

  • দারাজ বাংলাদেশ
  • ইভালি
  • চালডাল
  • রকমারি
  • পিকাবু
  • বাগডুম
  • প্রিয়শপ

ecommerce website গুলোতে বিভিন্ন ধরণের নুতুন নতুন পণ্য ও সামগ্রী পাওয়া যায়। এই ecommerce website গুলো ছাড়াও আরো অসংখ্য ecommerce website রয়েছে যার ব্যবহার অনলাইনে সবসময় সংক্রিয় থাকে। আবার কিছু ই - কমার্স  ওয়েবসাইট আছে  যে গুলোতে ব্যবহারকারীরা শুধু ক্রয়য়ের জন্য নয় বিক্রয়ের জন্যও ব্যবহার করে থাকে।

 ই-কমার্সের ভালো দিক ও সুবিধা গুলো কী What Is An Ecommerce Site

ইলেকট্রনিক বাণিজ্যর ভালো দিক গুলো লক্ষ করলে দেখা যায় যে এই পরিষেবাটি অনলাইনের সাথে অন্তরভুক্ত। তাই অধিক সময় নষ্ট না করে অতি সহজেই নিজের পছন্দের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য ও সামগ্রী (ক্রয় ও বিক্রয়) দুটোই করতে পারি। 

নিজের প্রয়োজনীয় পণ্য ও সামগ্রী ক্রয় করার পর ঘরে বসেও সেগুলো পেতে পারি। অর্থনৈতিক ভাবে লেনদেন করার জন্য বিভিন্ন প্রকার ব্যাংক একাউন্ট সহ ,ভার্চুয়াল কার্ড এবং বিকাশ ,নগদ ,পেমেন্টের মাধ্যমে সঠিক ভাবে অর্থের লেনদেন  করতে পারি।

Ecommerce Site অপব্যবহার ও সতর্কতা

What is an ecommerce site : ই-কমার্সের অপব্যবহার করবেন না। মানুষের সুযোগ সুবিধা আরো সহজ করে তোলার জন্য ecommerce website তৈরী হয়েছে। তাই ই-কমার্সের অপব্যবহার সম্পর্কে নিজেকে সচেতন করুন ই-কমার্সের অপব্যবহার করে থাকে কিছু website বা অনলাইন পরিষেবা ,সাধারণ মানুষের সাথে করে জালিয়াতি ,তাই এই সমস্ত ই-কমার্স ওয়েবসাইট  এ গিয়ে অর্থের লেনদেন করা থেকে বিরত থাকুন। 

কোনো ই-কমার্স ওয়েবসাইটে প্রবেশ করার আগে  দয়া করে সে ওয়েবসাইট সপর্কে ভালো ভাবে জানুন ,তা না হলে চুরি হয়ে যেতে পারে আপনার মূল্যবান (তথ্য এবং অর্থ ) আপনার মূল্যবান তথ্য এবং অর্থ নিরাপত্তার কথা আপনাকেই ভাবতে হবে। অনলাইন কখনো কাউকে ১০০% নিরাপত্তা দিতে পারেনা কারণ এটি প্রযুক্তির ব্যবহারে তৈরী তাই ইহা যে কেউ ভালো বা খারাপ কাজে নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে পারে।

What Is An Ecommerce Site

Post a Comment

Post your comments here, please note that no spam comments other than the post Tech bn news does not condone any spam comments

Previous Post Next Post