এই সমাজে বেঁচে থাকতে হলে সবার আগে যা প্রয়োজন তা হলো জ্ঞানের আলো ও শিক্ষা কারণ শিক্ষাই একজন জাতিকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে তাই সকলের জন্য প্রয়োজন শিক্ষা।শিক্ষা মানুষকে নতুন করে বাঁচতে শিখায় উপহার দেয় আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই শিক্ষার জন্য অলসতা দূর করে আপনিও শুরু করতে পারেন এই মুহুর্ত থেকে।
শিক্ষার কোনো বয়স নেই " আপনি এই মুহূর্তে যা পড়তেছেন এটাও এক ধরেন জ্ঞান সঞ্চালন বা শিক্ষা মনে রাখবেন শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য শুধু স্কুলে যাওয়া লাগেনা।বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করার মাধ্যমেও জ্ঞান অর্জন ও অধিক শিক্ষা পাওয়া যায়।আমরা আপনাকে বলবনা ছোট বাচ্চাদের মতো ব্যাগ নিয়ে স্কুলে যেতে
কিন্তু আমরা আপনাকে এটা বলবো আপনার যে বিষয় গুলো অজানা সে বিষয় গুলো সম্পর্কে জানার চেষ্টা করুন। ভাবুন প্রতিদিন চলাফেরার সময় ,কাজের সময় ,খাওয়ার সময়, বাহিরে ঘোড়ার সময়" আপনার কোন বিষয় গুলোর উপরে জ্ঞান অর্জন করার দরকার বা প্রয়োজন সে বিষয় গুলি জানার আগ্রহ তৈরী করুন।
শিশুদের জন্য শিক্ষা
একজন শিশুর জন্য ততটাই শিক্ষার প্রয়োজন যতটা আমরা পরের প্রজন্মের থেকে আসা করি কারণ আজগের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।তাই সমাজের শিশুদের প্রতি লেখাপড়ার প্রভাব অনুগত রাখা আমাদের দায়িত্ব - শিশুদের মেধা বিকাশ অনেক দৃঢ় হয় তাই ছোট বেলা থেকে শিশুদের শিক্ষা দেওয়া প্রয়োজন।
আপনার ঘরে বা পরিবারে কি কোনো শিশু সন্তান আছে ? সে কি কথা বলতে পারে - যদি সে কথা বলতে পারে তাহলে তাকে প্রতিদিন নতুন নতুন বাক্য উচ্চারণ করতে শিখান।একদিন দেখবেন আপনার শিখানো বাক্য গুলো আপনাকেই শিখাবে বই পড়তে আগ্রহ তৈরী করে দিন ।পৃথিবীতে ছোট বাচ্চাদের জন্য তৈরী অসংখ বই রয়েছে সেই বই গুলো পড়ার জন্য তাদের উৎসাহিত করুন এবং নির্দিষ্ট বয়স হওয়ার পর তাঁদেরকে স্কুলে ভর্তি করে দিন আর সব সময় নজরে রাখুন
সে যেন শিক্ষার বাহিরে না যেতে পারে - হ্যা খেলাধুলা করার জন্য সুযোগ দিন কারণ খেলাধুলা শিশুদের শারীরিক ভাবে বাড়াতে সাহায্য করে।তবে একটি শিশু বাচ্চাকে প্রতিদিন নিয়মিত নিয়ম মেনে কিছু সময় নির্ধারণ করে লেখাপড়া শিখানো উচিৎ।শাসন করুন ততটাই - ঠিক যতটাই সে আপনাকে ভয় পায়" শিশুদের প্রয়োজনের থেকে অতিরিক্ত শাসন করবেন না" তাহলে তাদের মেধার উপরে খারাপ ভাবে আঘাত আসতে পারে তাই তাদেরকে একটু স্বাধীন ভাবেই চলতে দিন।
স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষা
স্কুলের ছাত্র ও ছাত্রীরা যদিও তাদের বয়সের জন্য অনেক কিছু বুঝেও অবুঝের মতো আচরণ করে তারা সবসময় শিক্ষা থেকে একটু দূরেই থাকতে চায়।তবে সকল ছাত্র ছাত্রী এক নয় ,কিছু মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে তারা মনোযোগ দিয়েই তাদের লেখাপড়া চালিয়ে যেতে সক্ষম হয়।এই সমস্যাটি শুরু হয় তাদের নির্ধারিত বয়স থেকে কারণ স্কুলে লেখাপড়া চলা কালীন তাদের (বয়ঃসন্ধিকাল) শুরু হয় আর সেই সময় তাদের মনের চাহিদা গুলো একটু ভিন্ন প্রজাতির হয়ে থাকে।চিন্তিত হয়ে পরে বিভিন্ন মানসিক চাপে আর তাই তাদের লেখাপড়ার উপর মনোযোগ কমে যায়।
তবে এই বিষয়ে আমরা মনে করি ছাত্র বা ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোযোযোগ বৃদ্ধির জন্য একজন ভালো শিক্ষকের প্রয়োজন হয়ে থাকে কারণ একজন শিক্ষক ই খুব ভালো ভাবে বুঝতে সক্ষম হয়ে থাকে ছাত্র ছাত্রীদের মনের কথা ও ভাষা।আর সেই সময় একজন শিক্ষকের উচিৎ ছাত্র ছাত্রীদের সাথে বন্ধুদের মতো আচরণ করা।
আপনি কি জানেন স্কুল থেকেই শুরু হয় একজন ছাত্র বা ছাত্রীর স্বপ্ন ও ভবিষৎ।আর একটি স্কুল প্ৰতিষ্ঠান ছাত্র বা ছাত্রীকে যতটা শিক্ষা দান করতে পারে সাধারণ মানুষ ও কলেজ ততটা পারেনা তাই স্কুল জীবনে একজন ছাত্র বা ছাত্রীর অধিক মনোযোগ সহকারে লেখাপড়ার জন্য গুরুত্ব দেওয়া উচিৎ বলে মনে করে টেকবিএন নিউজ।
কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষা ও উপদেশ
কলেজ যদিও একটি উচ্চ স্থানীয় প্রতিষ্ঠান কিন্তু সেখানে লেখাপড়া টা নির্ভর করে একজন ছাত্র বা ছাত্রীর উপরে"কারণ স্কুলের মতো কলেজে কোনো শাসন নেই।সেখানে ছাত্র - ছাত্রীরা শিক্ষককে ভয় পায়না "বরং শিক্ষক ই ছাত্র - ছাত্রীদের ভয় পায়। কারণ কি জানেন "কলেজের শিক্ষক ও শিক্ষিকারা মনে করে তাদের এটা শাসন করার সময় নয়, ছাত্র - ছাত্রীরা এখন বড় হয়ে গেছে "এই মুহূর্তে তাঁদের শরীরে বেত দিয়ে আঘাত করাটা ঠিক না। আর ওপর দিকে ছাত্র - ছাত্রীরা মনে করে শিক্ষক তাকে দেখে ভয় পায় তবে এটা সত্যি যে "কলেজে বেত দিয়ে ছাত্র ছাত্রীদের আঘাত না করা হলেও শিক্ষার আঘাত ঠিকই করা হয়।যাতে ছাত্র - ছাত্রীরা এটা বুঝতে সক্ষম হয় যে আসলে তাঁদের শিক্ষার অভাব এখনো রয়েছে।
কলেজের শিক্ষক ও শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের এটা বোঝানোর চেষ্টা করে " যে
তোমরা যদি ভালোভাবে লেখাপড়া না করো তাহলে নষ্ট হবে তোমাদের মূল্যবান সময়
" তাই তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে মনোযোগ দাও তোমাদের লেখাপড়ার উপরে
" আর এভাবেই চলে কলেজ।তাই আমরা মনে করি একজন কলেজের ছাত্র - ছাত্রীদের
মনোযোগ সহকারে লেখাপড়া করা উচিৎ। কারণ সেখানে তারা স্বাধীন ভাবে লেখাপড়া
করতে পারে একজন কলেজের ছাত্র - ছাত্রীর লেখা পড়ার শেষেই শুরু হয় তাদের আসল বাস্তব জীবন।
শিক্ষার জন্য একজন ভালো শিক্ষক / শিক্ষিকা
শিক্ষার
জন্য একজন ভালো শিক্ষক ও শিক্ষিকা সমাজের জন্য ততটাই ভূমিকা পালন করে "যতটা ছাত্র /ছাত্রীদের প্রয়োজন।একজন ভালো শিক্ষক বা শিক্ষিকার সঠিক
শিক্ষা ,ভাষা ,ব্যবহার ,আচরণ ,প্রভাব ফেলতে পারে ছাত্র বা ছাত্রীর
ভবিষ্যতের উপর।একজন শিক্ষক বা শিক্ষিকা চাইলেই একজন খারাপ ছাত্র বা
ছাত্রীকে ভালো ভাবে জ্ঞান দান করে ভালো ছাত্র বা ছাত্রীতে রূপান্তর করতে
পারে তবে এর জন্য ছাত্র বা ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ থাকা প্রয়োজন।
ছাত্র ও ছাত্রীদের জন্য উপদেশ
ছাত্র জীবন হলো একটা সুখের জীবন তাই এত সুখ পেয়ে কেউ ভুলে যেওনা তোমাদের ভবিষ্যতের কথা। মনে রেখো "সুখের পরে দুঃখ আছে " ছাত্র জীবন সময়ে তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করোনা অপ্রয়োজননীয় কাজে কোনো একদিন মনে পড়বে ছাত্র জীবনের কথা , মনে পড়বে স্কুল - কলেজের বন্ধু বান্ধবদের কথা।
কিন্তু সেই সময় কোনো লাভ হবেনা তাই আগে থেকেই সাবধান হওয়া "বুদ্ধিমানের কাজ " লেখাপড়ার সময় লেখাপড়া করা উচিৎ।বর্তমান সময়ের ছাত্র বা ছাত্রীরাই আগামী দিনের জন্য বিজ্ঞানী ,ডাক্তার,ইঞ্জিনিয়ার ,ফ্রিলেন্সার ,সরকারি আইনজীবী,ইত্যাদি কাজে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এবং উপহার দিবে জাতিকে একটি সু - শিক্ষিত সমাজ।
তোমাদের দিকে তাকিয়ে আছে সমাজের মানুষ তাই তোমরা চেষ্টা করো সমাজের মানুষকে ভালো কিছু উপহার দিতে , এগিয়ে যাও মানুষকে সেবা দেওয়ার জন্য এবং ছড়িয়ে দাও তোমাদের জ্ঞানের আলো।
ছাত্র জীবন হলো একটা সুখের জীবন যা আমরা বলতে পারি "স্বাধীন জীবন" যদি এই সময় তোমরা লেখাপড়ার জন্য পরিশ্রম করো তাহলে পাখির মতো উড়তে পারবে ভবিষ্যতের দিনগুলোতে আর যদি "পরিশ্রম না করো তাহলে "আটকে থাকতে হবে বাঘের মতো চিড়িয়াখানাতে" অধিক শক্তি থাকলেও কাজে লাগবেনা সেই শক্তিতে চলতে পারবেনা সমাজের সাথে তাই ভালো মন্দ বিচারের রায় তোমরাই দিতে পারো বিবেচনা করে দেখ নিজের বিবেকের সাথে।
Techbnnews: The main purpose of presenting this post is to better illuminate education in the eyes of the society. Students - To create a better interest in student learning. We want a well-educated society and extend a helping hand to the common man. If this post has a good effect on you, then share it with your friends and relatives. Spread to the common people of the society. And what is your opinion about education? Express it through comments. Thanks
সবার জন্য চাই শিক্ষা ,শিক্ষার কোনো বয়স নেই। বিষয় টি নিয়ে অনেক ভালো ও সুন্দর লিখেছেন। ব্লগের মধ্যে এইরকম শিক্ষামূলক পোস্ট পড়তে সত্যি অনেক ভালো লাগে এই পোস্ট গুলো সমাজে ভাইরাল হয়ে যায়না কেনো সবার জন্য চাই শিক্ষা এই আর্টিকেল টি নবমও দশম শ্রেণীর ছাত্র - ছাত্রীদের জন্য জন্য আরো বেশি ভালো হবে তারা তাদের জীবন শুরেতেই পাবে শিক্ষা মূলক উপদেশ ধন্যবাদ পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম
ReplyDeleteধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
ReplyDelete