আপনি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করছেন না তো "সাবধান"

 

সামাজিক যোগাযোগ মাধমের সাহায্য  অপব্যবহার করা থেকে বিরত থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভালো কাজে ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়ার দ্বারা অপব্যবহার বন্ধ করুন। সোশ্যাল মিডিয়া Facebook Twitter Instagram ইত্যাদি ব্যবহারের সময় অযথা মানুষকে বিভ্রান্ত ,হয়রানি,ভুল তথ্য ,সামগ্রীর ইত্যাদির প্রচলন বন্ধ করুন। এবং সাধারণ মানুষের নিকটে ,সঠিক তথ্য উপস্থাপনে সাহায্য করুন। সোশ্যাল মিডিয়া আপনার উন্নতির বিকাশে কাজে লাগান। মানব সমাজে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিহায্য -তাই এই সামাজিক মাধ্যমের কোনো ত্রুটি তৈরী করা উচিৎ নয় ,আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার শুরু করেন দয়া করে সেই ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জানুন ,অযতা কোনো পোস্ট ভালোভাবে না পড়ে সেটিকে উৎসাহিত করা উচিৎ নয়। (সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ) অন্যের বেক্তিগত তথ্য চুরি সহ ,ছবি ,ইত্যাদি সম্প্রসারণ থেকে বিরত থাকুন।  সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে নিজের ক্ষতি সাধন হাওয়া থেকে সাবধান হন। (সোশ্যাল মিডিয়া) একটি সামাজিক যোগাযোগ মাধ্যম - যা মানুষের সর্বাধিক ভালো কাজের ও উপকারের জন্য তৈরী। তাই দয়া করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রুখে দাঁড়ান। 

সোশ্যাল মিডিয়ার আইন

আপনি কি জানেন সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করার জন্য আপনার কি শাস্তি হতে পারে। তথ্য ও প্রুযুক্তির উপরে প্রত্যেকটি দেশের একটি নির্দিষ্ট আছে যেমন বাংলাদেশে রয়েছে  (ডিজিটাল নিরাপত্তা আইন ) অন্যান্য দেশে ভিন্ন আইন প্রচলিত হতে পারে। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে টেকবিএন নিউজ আপনাকে উৎসাহিত করে যে (ডিজিটাল নিরাপত্তা আইন ) সম্পর্কে ভালোভাবে পড়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন অমান্য করার ফলে আপনার ভবিষ্যত অন্ধকার হয়ে যেতে পারে -নষ্ট হয়ে যেতে পারে আপনার লক্ষ লক্ষ টাকা সেই সাথে (৫থেকে ১৪বছর ) পর্যুন্ত কারাদন্ডের স্বীকার। তাই নিজেকে  তথ্য ও প্রুযুক্তির অপব্যবহারে সংশোধন করুন।

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রুখে দাড়ার উপায়।

আপনি যদি কোনো (সামাজিক যোগাযোগ মাধ্যম ) ব্যবহার করে থাকেন। তাহলে সেখানকার পরিবেশ আচরণ ভালোভাবে বুঝতে শিখুন। [১] খারাপ (পোস্ট ,মন্তব্যঃ ,শেয়ার,ভোট ) করা থেকে বিরত থাকুন। [২] কোনো জঙ্গি বা আতঙ্কবাদী পোস্ট থেকে বিরত থাকুন। [৩] সমাজের  জন্য পোস্ট টি কতটা ভালো ও খারাপ হতে পারে সে বিষয়ে নিজের কাছে বিচার করুন। [৪] খারাপ কাজের জন্য (সোশ্যাল মিডিয়া) ব্যবহার করবেন না। [৫] কোনো বন্ধুবান্ধব কে (সোশ্যাল মিডিয়ার ) খারাপ কাজে উৎসাহিত করবেন না।  [৬] অতিরিক্ত সোশ্যাল  মিডিয়া একাউন্ট ব্যবহার বা (ছদ্দবেশী ) একাউন্ট তৈরী করে অন্যের ছবি ও তথ্য ব্যবহারে নিজেকে বিভিন্ন নামে পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। [৭] (ছদ্দবেশী) একাউন্ট দ্বারা অর্থনৈতিক লেন - দেন প্রন্থা কখনোই ব্যবহার করবেন না। [৮] কোনো অসুস্থ ব্যক্তির  ছবি ,ভিডিও ,ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে অর্থের সাহায্যের নামে মানুষ কে ঠকাবেন না।  [৯] ব্যবসার জন্য সাধারণ মানুষের নিকটে ভুয়া তথ্য প্রকাশ ও অশ্লীন (ছবি ,ভিডিও ,বার্তা ) প্রেরণ করবেন না [১০] (সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে কোনো মারাত্বক হুমকি প্রদান করবেন না) সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রুখে দাড়ার জন্য এই বিষয় গুলো অনেক কার্যকরী। এছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রুখে দাড়ার জন্য আপনাকে সাহায্য করতে পারে।

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এড়াতে উপদেশ

টেকবিএন নিউজ টিম থেকে আমরা আপনাকে পরার্মশ দেই "যে একটি সু-শৃঙ্খল সমাজ গড়তে সাহায্য করুন। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এড়িয়ে চলুন সমাজের অবহেলিত মানুষকে সাহায্য করুন ,এবং খারাপ কর্মকান্ড কে না বলুন। আপনার পরের জেনারেশন যেন আপনার থেকে কিছু ভালো শিক্ষা লাভ করে সে বিষয় গুলি প্রকাশ করুন।

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সম্পর্কে আপনার মতামত কি ?  দয়া করে সে বিষয়ে ১টি মন্তব্যঃ করুন এবং "সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এড়াতে" এই পোস্ট টি আপনার বন্ধুবান্ধব ,আত্মীয় স্বজনের সাথে ভাগ করুন "ধন্যবাদ" 

Post a Comment

Post your comments here, please note that no spam comments other than the post Tech bn news does not condone any spam comments

Previous Post Next Post