সোশ্যাল মিডিয়া কী ? সমাজে সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং গুরুত্ব

Social media

সোশ্যাল মিডিয়া হলো একটি (কমিউনিকেশন) সামাজিক যোগাযোগ মাধ্যম যা ব্যবহার করে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন খবর ,বার্তা ,ছবি ,কল ,ভিডিও ইত্যাদি প্রেরণ  করা হয়ে  থাকে যেমনঃ facebook,twitter,instagram ইত্যাদি

সোশ্যাল মিডিয়ার ব্যবহার 

 দৈনন্দিন জীবনে প্রুযুক্তির সুরে  সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক  জনপ্রিয় যা খুব সহজে মানুষ ব্যবহার করতে সক্ষম।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে ওপরের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার ,পরিবার ,বন্ধু বান্ধব ,আত্মীয়স্বজন দের সাথে দেশ বিদেশের সমস্ত  সামাজিক যোগাযোগ ব্যবহার আরো দৃঢ় করে তোলে ২০২১ সালের তথ্য অনুযায়ী 

পৃথিবীতে মোট ৪.৫৫বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে থাকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অপরিহায্য আমরা মনে করি সামনের দিনগুলিতে (সোশ্যাল মিডিয়ার ব্যবহার) আরো অধিক বাড়তে থাকবে।

সোশ্যাল মিডিয়ার গুরুত্ব : বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব  অপরিসীম ছাত্র -ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে লিপ্ত। সোশ্যাল মিডিয়া খুব সহজেই একজন  নির্দিষ্ট বেক্তির নিকটে যোগাযোগ তৈরী  করে দিতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়া যে বিষয় গুলো সব থেকে বেশি গুরুত্ব  দিয়ে থাকে তা হলো 

তথ্য - যোগাযোগ মাধ্যম প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন খবর ও সামাজিক কার্যকলাপ। যার ফলে মানুষ খুব সহজেই পোঁছে যার তার লক্ষে। এছাড়াও আমরা যদি আরো ভালোভাবে সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ করি তাহলেই বুজতে পারবো, যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কত খানি 

একটু ভাবুন (সোশ্যাল মিডিয়া) নামটি শুনলেই বা কোনো স্থানে চোখে পড়লেই মনে পরে ফেসবুকের কথা কারণ কী  জানেন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে Facebook একটি অন্যতম মাধ্যম এই জন্যই Facebook সকলের কাছে পরিচিত।

শুধু Facebook নয় ফেসবুকের মতো আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো ব্যাবহার করে মানুষ তাদের লক্ষ পূরণ করে কিন্তু সেই ওয়েবসাইট গুলো 

বিভিন্ন দেশ ভিত্তিক মানুষ ব্যবহারের সময় লক্ষ করে যে যোগাযোগ মাধ্যম টি ব্যবহারের ফলে সে তার কতটা পরিচিত বেক্তিকে খুঁজে পেতে সক্ষম হবে Facebook,Twitter,Youtube  এগুলো সব ওয়েবসাইট ই  সোশ্যাল মিডিয়ার গুরুত্ব  পালন করে থাকে এবং দুরুত্বর মধ্যে যোগাযোগ সৃষ্টি করে 

Post a Comment

Post your comments here, please note that no spam comments other than the post Tech bn news does not condone any spam comments

Previous Post Next Post